19.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedফেনীর দাগনভূঞায় অস্ত্রবিহীন ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণের সমাপনী

ফেনীর দাগনভূঞায় অস্ত্রবিহীন ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সমাপনী

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ১ম ধাপ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও সহকারী আনসার কমান্ডার।

১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২০ আগষ্ট এ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

Most Popular

Recent Comments