19.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeকরোনা সচেতনণতাফেনীর দাগনভূঞায় কঠোর লকডাউন চলছে। কার্যকরে মাঠে কঠোর অবস্থানে প্রশাসন।

ফেনীর দাগনভূঞায় কঠোর লকডাউন চলছে। কার্যকরে মাঠে কঠোর অবস্থানে প্রশাসন।

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই ‘কঠোর লকডাউন’ কার্যকরে কঠোর অবস্থানে আছে প্রশাসন। মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী। তৎপর রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। প্রচণ্ড বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও তারা মাঠে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (২ জুলাই) সকালে জেলার দাগনভূঞা পৌর শহরে দেখা যায় জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে। তিনি ‘লকডাউন’ পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে যান। এ সময় জেলা প্রশাসক বলেন, যেকোনোভাবে সরকার নির্ধারিত ‘কঠোর লকডাউন’ মানুষকে মানাতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে তাদের নিজেদের জন্যই মঙ্গল।তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্দেশনা লঙ্ঘন করলে গ্রেফতার, জরিমানাসহ যেকোনো শাস্তিমূলক ব্যাবস্থা নেবেন তারা। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খান, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য বেলাল ও বাহাদুর প্রমুখ।

Most Popular

Recent Comments