19.2 C
Bangladesh
Monday, January 13, 2025
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণফেনীর দাগনভূঞায় কৃষক প্রশিক্ষণ

ফেনীর দাগনভূঞায় কৃষক প্রশিক্ষণ


দাগনভূঞা প্রতিনিধি:
উত্তম কৃষি চর্চা (জিএপি) নিয়ে কৃষকদের সার্টিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি অফিস। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া।
দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করেন। শেষে কৃষক কৃষাণীদের মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।
মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এয়াড়াও মৌসুম ভিত্তিক বিভিন্ন প্রকার নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল এর উপর আলোচনা করা হয়।

Most Popular

Recent Comments