আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রীর হোসনে আরা কাউসার, তরুণ সংঘের সভাপতি টি.এস মোঃ ইয়াকুব রকি প্রমুখ।
দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন যুবক-যুবতী নারী অংশগ্রহণ করেন।