ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলায় দুগ্ধবতী গাভীর উত্তম খামার ব্যবস্থাপনা ও মাঠ প্রদর্শনী বিষয়ক দিন ব্যাপী পিজি খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাজাপুর ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিন ব্যাপী গরু খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় এই খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। দিন ব্যাপী এ প্রশিক্ষণে অত্র ইউনিয়নের ৪০ জন খামারি অংশ নেন।
বক্তারা বলেন, পশুখাদ্য হিসেবে দানাদার খাদ্যের বাইরে সবুজ ঘাষ গবাদিপশুর উৎপাদন খরচ কমাবে। এ জন্য কাঁচা ঘাসের বিকল্প নেই। উৎপাদন খরচ কমিয়ে, পশুর শরীরের যথাযথ পুষ্টির জোগান নিশ্চিতে দৈনিক তালিকায় পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যুক্ত করা খুবই জরুরি। উৎপাদন খরচ কমলে বাজারে কমবে মাংস ও দুধের দাম। এছাড়াও পশুর তড়কা,গলাফুলা, বাদলা, ক্ষুরা, জলাতঙ্ক রোগের বিষয়ে ধারণা দেওয়া হয় এবং সময় মতো টিকা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।