21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিমৎসফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আবদুল্লাহ আল মামুন:
“ভরবো  মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন হায়দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল হোসাইন জিলানী, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র শাখা ব্যবস্থাপক বিবি কুলছুম, শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ সাইফুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, আইসিটি অফিসার মোঃ মহসিন, পরিসংখ্যান অফিসার মোঃ নিশাদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নূর নবী, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ডা. আশরাফ ফিশারিজ এন্ড এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম ও
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, মৎস্যচাষীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইজি মোঃ শাহাদাত হোসেন, আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ উদ্যোক্তা হলেন ইয়াকুবপুর ইউনিয়নের ডা. আশরাফ ফিশারিজ এন্ড এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম,  শ্রেষ্ঠ মৎস্য উৎপাদন (ক্যাট ফিস) ডাঃ হারাধন চক্রবর্ত্তী ও মৎস্য উৎপাদন (তেলাপিয়া) শাহ আলম। এর আগে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোন অবমুক্ত করা হয়।

Most Popular

Recent Comments