আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে স্মরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ঘর পুননির্মাণের জন্য নির্মাণ সামগ্রী সহায়তা করে আমেরিকার ডেভিস ক্যালিফোর্নিয়ার প্রভিডিং সাসটেইনেবল লাইভলিহুড
(পিএসএল) ফাউন্ডেশন।
গত বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী আবদুস ছাত্তার মুন্সিবাড়ির দরজায় ঘর পুননির্মাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএসএ এর ডেভিস ক্যালিফোর্নিয়ার পিএসএল ফাউন্ডেশনের সেক্রেটারি নাসিমা জাহান খাঁন।
প্রধান অতিথি বলেন, এটি একটি বিদেশি সংস্থা। সংস্থাটি সমাজের গরীব ও দুস্থ অসহায় মানুষকে সহায়তা করে থাকে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় করা হয়। এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এসব মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।
শিক্ষক মোহাম্মদ সুজনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন পিইজিইএলের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,পিইজিইএল এর ম্যানেজার হাবিবুর রহমান, ম্যানেজার বিজনেস মোশারফ হোসেন তুহিন, সিনিয়র ডাটাবেজ ম্যানেজার সিডিএম প্রকল্প মোঃ বেলায়েত হোসেন, জায়লস্কর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেশাম উদ্দিন, এশিয়ান টিভি ফেনী জেলা প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন সোহাগ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্থানীয় প্রতিনিধি ও দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, ইকবাল হোসেন সুমন ও যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার খুরশিদ আলম জাবেদ প্রমুখ। এছাড়াও হান্নান কাওসার, আতিক শাহরিয়ার, রাকিব হাসান, রিজভী আহমেদ,বাদশা হাওলাদার, ফরিদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন।
স্থানীয় প্রতিনিধি ইকবাল হোসেন সুমন বলেন, ফেনীতে স্মরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এলাকার যুবসমাজকে নিয়ে কাজ করেছি, তারই ধারাবাহিকতায় পিএসএল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি। পুনর্বাসন প্রক্রিয়া পিএসএল ফাউন্ডেশন এগিয়ে আসায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।