আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ ১/২০২২-২৩ অর্থবছরে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও কৃষক রহিম উল্যাহ ভূঞা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, চলতি খরিপ মৌসুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই কৃষি কর্মসূচির আওতায় উপজেলার ১২৬০ জন কৃষকের মধ্যে চাহিদা মোতাবেক আউশ বীজ-৫ কেজি, ডিএপি সার-২০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করা হচ্ছে। প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য এ সহায়তা পাচ্ছেন।