আবদুল্লাহ আল মামুন:
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে ফেনীর দাগনভূঞা উপজেলা ভূমি সেবা সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। এবারের ভূমি সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের নিবন্ধন, ই- নামজারীর আবেদন গ্রহণ, নামজারী, জমাভাগ/জমাএকত্রীকরণ ফ্রি ১ হাজার ১শ সত্তর টাকা গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কুবলিয়ত ও দলিল হস্তান্তর, ভিপি বন্দোবস্ত নবায়ন কার্যক্রম, নামজারীর ডিসিআর ও খতিয়ান প্রদান এবং মিস কেস/রিভিউ মামলার আবেদন গ্রহণ।
রবিবার (৬ জুন) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা বিজয় চত্বর প্রাঙ্গণে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইয়াছিন, পৌর ভূমি অফিস, দাগনভূঞা সহ ভূমি অফিস সমূহের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আগামী ১ জুলাই থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। আগামী ৩০ জুন এর মধ্যে সকল ভূমি মালিকদের নিজ নিজ ভূমি অনলাইনে নিবন্ধন করতে হবে। ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম চলবে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি।