আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার পৌর শহরের দাগনভূঞা বাজারের ( নামার বাজার) শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে চারটার দিকে ভয়াবহ এক অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফেনী ফায়ার সার্ভিসের দু’টি দল এবং স্থানীয় লোকজনের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে। এঘটনায় বেলাল হোটেলের স্বত্বাধিকারী বেলাল হোসেনের প্রায় ১২ লাখ, আনিশা ইলেক্ট্রিকের শরিফুল ইসলাম রুবেলের ১৮ লাখ এবং ভাই ভাই সেলুনের দিলীপ কুমার শীলের ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি তাদের। এবিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে দাগনভূঞা নামার বাজারের বেলাল হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ভয়াবহতা এতই তীব্র ছিল যে, মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, আগুনে বেলাল হোটেল, আনিশা ইলেক্ট্রিক ও ভাই ভাই সেলুন সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ঘটনায় ওই তিন ব্যবসায়ীর ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি। এসময় পৌর মেয়র ওমর ফারুক খান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু কায়েস রিপন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন ও থানায় কর্মরত অফিসার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।