আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় বৈশ্বিক করোনা মহামারীতেও প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ৪০.০০ হেক্টর আয়তন বিশিষ্ট কৌশল্যা বিলে নার্সারি পোনা অবমুক্তকরন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুফলভোগী ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানা গেছে, এ বিল নার্সারী ব্যবস্থাপনার আওতায় মোট ৬৯৬ জন সুফলভোগী আছেন, যার মধ্যে পুরুষ ৪০৪ জন ও মহিলা ২৯২ জন। এসময় উপস্থিত কর্মকর্তারা বিল নার্সারী বাস্তবায়ন এর সুফল ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন।