19 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeফেনিফেনীর দাগনভূঞায় মৎস্য চাষীদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু।

ফেনীর দাগনভূঞায় মৎস্য চাষীদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু।


আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরডি এফএফ চাষীদের (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় ২য় ব্যাচের ১ম ধাপের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।

দাগনভূঞা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার (২১ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত ১ম দিনের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক দায়িত্ব পালন করেন, ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও ক্ষেত্র সহকারী রণজিৎ নাথ প্রমুখ। এসময় মনোসেক্স তেলাপিয়া, পাপদা, কৈ/শিং/মাগুর মাছ চাষের ব্যবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পর্যায়ে ১৮ জন মৎস্যচাষী প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। এ প্রশিক্ষণ শনিবার (২২ মে) শেষ হবে।

Most Popular

Recent Comments