19.3 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
Homeকরোনা সচেতনণতাফেনীর দাগনভূঞায় স্বাস্থ্য কমপ্লেক্স পেল আরও ১৪ অক্সিজেন সিলিন্ডার

ফেনীর দাগনভূঞায় স্বাস্থ্য কমপ্লেক্স পেল আরও ১৪ অক্সিজেন সিলিন্ডার

আবদুল্লাহ আল মামুন :
করোনাভাইরাস মহামারিতে দাগনভূঞা উপজেলা পরিষদের অর্থায়নে ১০টি অক্সিজেন সিলিন্ডার পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একইদিন ডাঃ শাহেদুল ইসলাম কাউছার ২টি, খায়েজ, টিপু ও মুকবুলের অর্থায়নে ২টি সিলিন্ডার সহ মোট ১৪টি অক্সিজেন সিলিন্ডার পেল স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৪২টিতে।

শনিবার (১৭জুলাই) সকালে উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সহযোগিতায় উপজেলা পরিষদের অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, সমাজ সেবক মুকবুল আহমেদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ৪২ টি ৯.৮ Cu mm অক্সিজেন সিলিন্ডার এর মাধ্যমে সেবা দেয়া সত্ত্বেও প্রতিদিনই অক্সিজেন রিফিল করতে হচ্ছে। এমতাবস্থায় অক্সিজেন সরবরাহ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে আরও অনেকগুলো বড় সিলিন্ডার প্রয়োজন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস মহামারিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অক্সিজেনের সংকট হবে না। এখন স্বাস্থ্য কমপ্লেক্সে যতবেশি সম্ভব অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।

Most Popular

Recent Comments