27.3 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeচিকিৎসাফেনীর দাগনভূঞায় হাইজিন কিট,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিতরণ

ফেনীর দাগনভূঞায় হাইজিন কিট,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে দাগনভূঞা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রবিবার ইউনিসেফ এর অর্থায়নে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার পানিশোধন ট্যাবলেট, জেরিকেন বিতরণ করা হয়েছে ২০০০টি ও ১৬০টি হাইজিন কিট, ভাসমান টয়লেট ৯টি এবং  বিশুদ্ধ নিরাপদ পানি ৫০ হাজার লিটার বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ হাওলাদার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ হাওলাদার জানান, সুপেয় পানি নিশ্চিত করতে বিশুদ্ধকরণ ট্যাবলেট,জেরিকেন ও হাইজিন কিটের ঘাটতি নেই। বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Most Popular

Recent Comments