রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ( রাকসু) নির্বাচনের রােডম্যাপ ও ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচনের দাবি জানান রাকসু আন্দোলন মঞ্চ।
সোমবার ( ৩রা ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বরে সংবাদ সম্মেলন থেকে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব মাে.আমান উল্লাহ্ এসব দাবি জানান। এ সময় অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ৷
আমান উল্লাহ্ বলেন অবশ্যই আমাদেরকে রাকসু নির্বাচন দিতে হবে। আমরা বর্তমান উপাচার্যের সাথে রাকসু নির্বাচন নিয়ে অনেক আলোচনা করেছি এবং তিনি মাস ছয়েকের ভেতর আমাদেরকে রাকসু নির্বাচন দেওয়া হবে বলেও জানিয়েছিলেন। উনার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষনার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।
রাকসু ‘র গুরুত্ব তুলে ধরে তিনি বলেন , ছাত্রলীগ বিভিন্ন হল দখল করে শিক্ষার্থীদের নির্যাতনের যে নজির তৈরি করেছিল এবং শিক্ষার্থীরা যে জুলুমের শিকার হয়েছিল সে সংস্কৃতিতে ফেরত যেতে চাই না।রাকসু নির্বাচন কার্যকর হলে ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে, শিক্ষার্থীদের কল্যাণ ও সুবিধা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণা উন্নয়নে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতাবোধ তৈরি করতে পারবে,সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনাসহ আন্দোলন ও অধিকা রক্ষা ইত্যাদি নিয়ে কাজ করতে পারবে বলে তিনি জানান৷ এর ফলে শিক্ষার্থীদের উপর কোনো অশুভ শক্তি জুলুম নিপীড়ন করতে চাইলে দায়বদ্ধ নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ঢাল হিসেবে ছাত্রদের পক্ষে দাঁড়াবে ৷
উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যত অচলাবস্থায় রয়েছে৷ জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলো রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন।
হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়