নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুয়াকাটায় প্রতিবাদ সমাবেশ করেছে তৌহীদি জনতা। শরিবার(৩১/১০/২০২০) আসরের নামাজের পরে কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদ থেকে প্রতিবাদ বিছিল বের হয়ে কুয়াকাটার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তা এসে সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন কুয়াকাটা বাইতুল আরজ কেন্দ্রী জামে মসজিদের খতিব জনাব মাওঃ মোঃ মাঈনুল ইসলাম, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম জনাব মুফতি মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরজ জামে মসজিদের ইমাম কারী মোঃ নজরুল ইসলাম, হোসেন পাড়া জামে মসজিদের ইমাম মোঃ আবু বকর সিদ্দিক, কুয়াকাটা পৌরসভা কাউন্সিলর শাহ আলম হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেনঃ- ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের পন্য বর্জন করতে হবে। ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে।
এই প্রতিবাদ সমাবেশে কুয়াকাটার বিভিন্ন এলাকার প্রায় ১৫০০ লোকের সমাগম হয়।
বিশ্ব মুসলিমদের কল্যানে দোয়া মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ করা হয়।