18.3 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeবিক্ষোভফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ।

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ।


মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি
মহানবী হযরত মুহম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হাজারো মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজীদ বায়তুল ইসলাম জামের মসজিদের সামনে মুসল্লীরা একত্রিত হতে থাকে এবং সেখান থেকে হাজারো মানুষের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তৃতা করেন বাইতুল ইসলাম জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদি, মসজিদ কমিটির সভাপতি জাকারিয়া আল কশেমী, কাপড়িয়া পট্টি জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ, সমিতি মসজিদের ইমাম মাওলানা মানসুর আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ। বক্তরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের তৈরী সকল পন্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।

Most Popular

Recent Comments