পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ-
রাজশাহীর মোহনপুর উপজেলায় তার শ্বশুরবাড়ী থেকে বৌ আনতে গিয়ে লাশ হয়েছে পীরগঞ্জের মুক্তার আলী (২৩)।আজ ২৮ জানুয়ারি (শুক্রবার) বিকেলে তার লাশ ওই মেডিকেলেই ময়না তদন্ত হয়েছে। পারিবারিক সুত্র জানায়,পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ গ্রামের ইউনুস আলীর দ্বিতীয় ছেলে মুক্তার আলী পেশায় দর্জি (সেলাই) প্রশিক্ষক।
সে বছর খানেক ধরে রাজশাহীর মোহনপুর উপজেলায় বেকার যুবক-যুবতীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে এসেছিল। এরই মধ্যে মোহনপুর উপজেলার নাকাইল গ্রামের বাবর আলীর মেয়ে সানজিদা আক্তার স্মৃতি (১৮) কে ভালবাসে বিয়ে করে পীরগঞ্জে তার বাড়ীতে এনে ৬/৭ মাস সংসার করে। মাস দু’য়েক পূর্বে স্বামী-সংসার রেখে স্মৃতি তার বাবার বাড়ী রাজশাহীতে পালিয়ে যায়।
এদিকে স্মৃতিকে শ্বশুরবাড়ী থেকে আনতে ৩ দিন আগে মুক্তার মোহনপুর উপজেলায় যায়।গত বৃহস্পতিবার মোহনপুর থেকে শ্বশুর এবং স্মৃতি জানায়,মুক্তার অসুস্থ। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওইদিন বিকেলেই মুক্তার মারা যায়। এদিকে মুক্তারের বড় ভাই মাজহারুল আলম মিঠুসহ কয়েকজন রাজশাহী মেডিকেলে গিয়ে মুক্তার আলীর লাশ সনাক্ত করে। তাকে মেডিকেলে ভর্তির সময় শুধু মুক্তার আর তার বাবার নাম ভর্তি রেজিস্ট্রারে লেখা ছিল বলে জানা গেছে। মুক্তারের বড় ভাই মাজেদুল বলেন, মুক্তারের লাশের ময়না তদন্তের পর লাশ পীরগঞ্জে আনা হবে। তিনি আরও বলেন, মুক্তারের বউ, শ্বশুর কেউই সাথে আসেনি। আমরা বিষয়টি নিয়ে মামলা করবো