26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে উত্তম বিকল্প চান আলেমরা

বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে উত্তম বিকল্প চান আলেমরা

বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে উত্তম বিকল্প চান আলেমরা
বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে উত্তম বিকল্প চান আলেমরা। রাজধানীতে বৈঠক শেষে ৫টি প্রস্তাবও তুলে ধরেন তারা। বলেন, আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার তৈরি করা যেতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, পুরো বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন। এদিকে, ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সম্প্রতি সরগরম দেশ। এ নিয়ে ধর্মভিত্তিক নানা সংগঠনের ফতোয়ার বিরুদ্ধে সরব ক্ষমতাসীন দলের নেতাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বিষয়টির সমাধানে যাত্রাবাড়িতে বৈঠক শেষে ৫টি প্রস্তাব দেন আলেমরা। বলতে চান, প্রধানমন্ত্রীর সাথে। কুরআন-হাদিসের আলোকে উত্তম বিকল্প খুঁজে বের করারও আহবান জানান তারা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি নিজেই দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভাস্কর্য নিয়ে বিতর্কে না জড়িয়ে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে আলেমদের।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন করেছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট। দাবি জানায়, দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জানায়, বঙ্গবন্ধুকে অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবে তারা।

এদিকে, কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে সমাবেশ করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

সূত্রঃ চ্যানেল ২৪

Most Popular

Recent Comments