29.6 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeঅনুদানবদলগাছীতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার নামে আবাসন ‘বীর নিবাস’ বরাদ্দ

বদলগাছীতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার নামে আবাসন ‘বীর নিবাস’ বরাদ্দ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর বদলগাছী উপজেলার দশ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার নামে ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ বরাদ্দ এসেছে বলে উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা
গেছে। অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প সরকার গ্রহন
করেন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর উপ-সচিব ড. সৈয়দ শাহজাহান আহমেদ এর স্বাক্ষরিত নীতিমালা ও প্রজ্ঞাপন দেশের প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারদের নিকট প্রেরণ করা হয়। এই নীতিমালা ও প্রজ্ঞাপন নির্দেশিকা অনুযায়ী সরকার দেশের অস্বচ্ছল/ভূমিহীন মুক্তিযোদ্ধা যিনি সম্মানী ভাতা ব্যতীত অদ্যবধি সরকারি অন্য কোন সুবিধা পান নি, বসত ভিটা হিসেবে কেবলমাত্র কুঁড়েঘরের মালিক, স্বচ্ছল পেশায় নিয়োজিত নন কিংবা দিন মজুরি খেটে জীবিকা নির্বাহ করেন এ ধরণের অস্বচ্ছল/ভূমিহীন বীর
মুক্তিযোদ্ধা এবং শহীদ/প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী/সন্তান আবাসন বরাদ্দের
ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন মর্মে প্রতিটি উপজেলার নির্দিষ্ট সংখ্যক বীর
মুক্তিযোদ্ধার তালিকা তৈরী করে তা যাচাই-বাছাই অন্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে
প্রেরণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করেন।
সেই অনুযায়ী ২৯ সেপ্টেম্বর খ্রিঃ তারিখের “অস্বচ্ছল/ভুমিহীন বীর মুক্তিযোদ্ধাদের
জন্য আবাসন বরাদ্দ” সংক্রান্ত উপজেলা কমিটির সভায় ২৯ জন অস্বচ্ছল/ভুমিহীন
মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। তাদের নামে আবাসন বরাদ্দের জন্য
অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী
অফিসার একটি তালিকা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন। প্রেরিত তালিকা
থেকে বদলগাছী উপজেলার ১০ জন অস্বচ্ছল/ভুমিহীন বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর
নিবাস’ নামে আবাসন নির্মাণ বরাদ্দ আসে মুজিব বর্ষের উপহার হিসেবে। বরাদ্দ
প্রাপ্ত অস্বচ্ছল/ভুমিহীন বীর মুক্তিযোদ্ধারা হলেন, (১) শ্রী শতীস চন্দ্র পাহান, পিতা
বিষা পাহান, গ্রামঃ রসুলপুর, ডাকঘরঃ নিউরসুলপুর, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ
নওগাঁ, (২) মৃত ইউনুছ আলী, পিতা মৃত সায়বর আলী, গ্রামঃ জগদীশপুর, ডাকঘরঃ
ঐতিহাসিক পাহাড়পুর, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ (৩) জসিম উদ্দিন, পিতা
মোঃ ফয়েজ উদ্দিন, গ্রামঃ বালুভরা, ডাকঘরঃ বালুভরা, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ,
(৪) মোঃ শাহআলম, পিতা মোঃ এলাহী বক্স, গ্রামঃ নিহনপুর, ডাকঘরঃ খলসি, উপজেলাঃ
বদলগাছী, জেলাঃ নওগাঁ, (৫) মোঃ আফাজ উদ্দিন খাঁন, পিতা মোঃ শুকুর আলী খাঁন,
গ্রামঃ চকজয়দেব, ডাকঘরঃ বদলগাছী, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ, (৬) মোঃ
ওয়াজেদ আলী, পিতা মৃত ওয়াছিম আলী সরদার, গ্রামঃ ঝাড়ঘরিয়া, ডাকঘরঃ আক্কেলপুর, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ, (৭) মোঃ আব্বাছ আলী খোকা, পিতা মৃত করমতুল্লাহ, গ্রামঃ পার-আধাইপুর, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ, (৮) মোঃ
আজিজুল ইসলাম, পিতা মোঃ আয়েজ উদ্দিন, গ্রামঃ গন্ধর্বপুর, উপজেলাঃ বদলগাছী,জেলাঃ নওগাঁ, (৯) মোঃ আব্দুল করিম, পিতা মোঃ আবিজ উদ্দিন, গ্রামঃ চাঁপাডাল, ডাকঘরঃ জামালগঞ্জ, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ, (১০) মোঃ ছামছুল আলম পিতা
রইছ উদ্দিন, গ্রামঃ খোজাগাড়ী, ডাকঘরঃ পাহাড়পুর, উপজেলাঃ বদলগাছী, জেলাঃ
নওগাঁ। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর কার্যালয়ে এবিষয়ে কথা
বললে বদলগাছী উপজেলা থেকে ২৯ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার তালিকা প্রেরন করা হয়েছিল তার মধ্যে ১০ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ বরাদ্দ আসার বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, প্রতিটি আবাসন নির্মানে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ভ্যাট ৩% আয়কর সাড়ে ৭% মোট সাডে ১০% বাদে প্রতিটি
আবাসনে নীট নির্মান ব্যয় হবে ১২ লাখ ২ হাজার ৫৩৮ টাকা বলে। পর্যায়ক্রমে অবশিষ্ট ১৯ জনের আবাসন নিশ্চিত করা হবে বলে জানান
তিনি।

Most Popular

Recent Comments