মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়ার উদ্যোগ
নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের তত্ত¡বধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়
উপজেলার সকল ইউনিয়নে টিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য
বিভাগ। প্রতিটি ইউনিয়নে প্রতিদিন ৩ টি করে ওয়ার্ডে এই টিকা
দেয়া হবে। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদেরকে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারনা চালানো হয়েছে। আজ (৭ আগস্ট)
থেকে ৩ দিন ব্যাপী নতুন করে ক্যাম্পের আওতায় এই টিকাদান কার্যক্রম শুরু
হচ্ছে। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে একটি করে
টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড বুথ থেকে ২শ জন করে এক
ইউনিয়নে প্রতিদিন ৬শ জন ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। প্রথম
দফায় প্রতিটি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেয়া হচ্ছে।
বাকি ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিস ফারহানা বলেন, ইউনিয়ন পর্যায়ে ১ম ধাপে টিকা দান কর্মসূচিতে সাধারণ মানুষের
মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকলকে
টিকা আওতায় আনা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন জানান, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষকে টিকার আওতায় আনা হবে।