22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগবদলগাছীতে কাবিটা প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ মেম্বার আজাদ হোসেনের...

বদলগাছীতে কাবিটা প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ মেম্বার আজাদ হোসেনের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় কাবিটা প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করে
আত্মসাত করার অভিযোগ উঠেছে বদলগাছী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের
মেম্বার আজাদ হোসেনের বিরুদ্ধে।
জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে বদলগাছী উপজেলা পরিষদওয়ারী ৩য় পর্যায়ে
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির ১৪টি প্রকল্প অনুমোদিত
হয়। পরবর্তীতে অনুমোদিত প্রকল্প (কাবিটা) কর্মসূচির ১৩ নম্বর প্রকল্প
কার্ত্তিকাহার সরদার পাড়া পাকা রাস্তার ধারে জামে মসজিদের গর্ত ভরাট থেকে
সংশোধন করে উপজেলা পরিষদের ভেতরে মাটি ভরাট ও সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়।
বরাদ্দের পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৯২০ টাকা।
২০২০-২১ অর্থ বছরের গত জুন মাসে এই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে।
মেয়াদ শেষ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও বাস্তবে এ প্রকল্পের কোন কাজই করা
হয়নি। সরেজমিনে গিয়ে উপজেলা পরিষদের ভেতরে এসব প্রকল্পের কোন কাজ চোখে
পড়েনি। কাজ সমন্ধে জানেনা উপজেলা পরিষদের ভেতরে বসবাসকারীরাও।
কাবিটা প্রকল্পের সভাপতি (পিআইসি) বদলগাছী সদর ইউপির ৫নং ওয়ার্ডের
মেম্বার আজাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, পিআইও অফিসের অফিস
সহায়ক সুমন আমাকে ডেকে বলেছে ইউএনও স্যারের প্রকল্প, তিনি নিজে এই
কাজ করবেন, আপনাকে স্বাক্ষর করতে বলেছে। তাই আমি স্বাক্ষর দিয়েছি। এই কাজ
বিষয়ে আমি কিছুই জানি না।

এ ব্যাপারে বদলগাছী উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী
মাহবুবুর রহমান বলেন, প্রকল্পের কাজ যদি না হয় তাহলে এর দায় পি. আই. সির
সভাপতি এ দায় এড়াতে পারে না।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন,
পি,আই,সির সভাপতি যদি কোন কাজ করে না থাকেন তাহলে ঐ প্রকল্পের টাকা
জমা করানো হবে।

Most Popular

Recent Comments