20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅফিস-আদালতবদলগাছী উপজেলা চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন

বদলগাছী উপজেলা চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান নিয়মিত দাপ্তরিক কাজ করছেন।
জানা গেছে সামছুল আলম খান ১৯৯৮ সালে উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াডের সদস্য নির্বাচিত হয়েছেন।২০০৩ সালে তিনি আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, দ্বিতীয় বারেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে গত ২০১৯সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে ঘোড়া মার্কা নিয়ে বদলগাছী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে তিনি পুনরায় কই মাছ মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং নিয়মিত অফিস করছেন। সরেজমিনে দেখা যায় ১৫ আগষ্ট সরকার ছটি বাতিল ঘোষণা করলে।উপজেলা চেয়ারম্যান জনাব সামছুল আলম খান নিজ অফিসে দাপ্তরিক কাজ করতে দেখা যায়।

উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান বলেন,
দেশের ক্লান্তিলগ্নে অন্তরবর্তিকালীন সরকারের নীতি আদর্শকে সন্মান করে আমি উপজেলার দাপ্তরিক কাজ করছি।তিনি আরও জানান এ উপজেলার জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামায়াতি ইসলাম সহ সকলের ভোট ও সমর্থনে আমি পর পর দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।আমি জনগণের সেবা করতে চাই। উপজেলা পরিষদকে সুষ্ঠ সুন্দর ভাবে পরিচালনার জন্য আমি সকলের সহযোগিতার কামনা করছি।

Most Popular

Recent Comments