26.3 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
Homeবন্যাবন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অর্থ ও টিন উপহার দিয়েছে দাগনভূঞা আর্মি ক্যাম্প

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অর্থ ও টিন উপহার দিয়েছে দাগনভূঞা আর্মি ক্যাম্প

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে অর্থ, টিন, বস্র ও খাদ্যসামগ্রী
উপহার দিয়েছেন সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্প।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও পৌরসভা এলাকার ১০টি পরিবারকে টিন, নগদ অর্থ, বস্র ও খাদ্যসামগ্রী প্রদান করেন বাংলাদেশের সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন এসএম শাহরিয়ার রহমান।

সেনাবাহিনীর কাছ থেকে সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে উপকারভোগীরা। বন্যায় অধিক ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ  বিতরণসহ নানা কার্যক্রমে পাশে থেকে মানবিক সেবা প্রদান করায় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা ও দাগনভূঞা আর্মি ক্যাম্পের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments