25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeবিশ্ববিদ্যালয়ববিতে কোটায় ভর্তির সাক্ষাৎকারের তারিখ ২০ ফেব্রুয়ারী

ববিতে কোটায় ভর্তির সাক্ষাৎকারের তারিখ ২০ ফেব্রুয়ারী

ববি প্রতিনিধি, মোঃ তারিকুল ইসলাম আরিফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটায় ভর্তির সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ববি ভর্তি কমিটির টেকনিক্যাল আহ্বায়ক রাহাত হেসাইন ফয়সাল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নির্ধারিত আসনের বিপরীতে কোটায় অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করানোর নিয়ম রয়েছে। তবে সেক্ষেত্রে মেধাক্রম অনুযায়ী ভর্তি করানো হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।

এ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটায় ভর্তিতে আসন রয়েছে ৭২টি। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি, প্রতিবন্ধী, উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায় এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে কর্মরত সংশ্লিষ্টদের সন্তান কোটায় আবেদনের জন্য বিবেচিত হবেন। তবে থাকতে হবে সংশ্লিষ্ট প্রমাণপত্র।

Most Popular

Recent Comments