ববি প্রতিনিধি, মোঃতারিকুল ইসলাম আরিফ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম। এছাড়া ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।
আজ বৃহস্পতিবার (১৯ শে আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মোঃ মুহাসিন উদ্দীন এর স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে পুর্নাঙ্গ দায়িত্ব না দিয়ে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়ার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহাসিন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রক্টর এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের দায়িত্ব পেতে হলে কমপক্ষে সহযোগী অধ্যাপক হতে হবে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক নেই তাই উল্লেখিত দুজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা বলেন, ড. মোঃ খোরশেদ আলম স্যার এর আগেও প্রায় তিন বছরের মতো ছাত্র- শিক্ষক মিলনায়তন ( টিএসসি) এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তামনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আছেন।সাধারন শিক্ষার্থীদের চাওয়া তিনি তার অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়ে একজন শিক্ষার্থীবান্ধব প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।