19.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeবিশ্ববিদ্যালয়ববি শিক্ষক সমিতির নেতৃত্বে নতুন মুখ ড. খোরশেদ ও জ্যোতির্ময়

ববি শিক্ষক সমিতির নেতৃত্বে নতুন মুখ ড. খোরশেদ ও জ্যোতির্ময়

ববি প্রতিনিধি,মোঃ তারিকুল ইসলাম আরিফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার সুপ্রভাত হালদারের স্বাক্ষরিতএকটি বিজ্ঞাপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি পদে ড. তারেক মাহমুদ আবীর, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ; কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা রাণী সাহা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদাউস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানবিন ইসলাম এবং প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম।

নির্বাচনে কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে যানা গেছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রভাত হালদার বলেন, নির্বাচনে কোনো পদের বিপরীতে কমিশন একাধিক প্রার্থী পান নি। ফলে নির্ধারিত সময়ের পূর্বেই শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

Most Popular

Recent Comments