শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়ার সন্ধ্যা নদী ও বারপাইকা এবং আস্কর বিলে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সন্ধ্যা নদী, বারপাইকা বিল ও আস্কর বিলে একযোগে এ অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমসহ অনেকে। এসময় সার্বিক সহোযোগিতা করেন আগৈলঝাড়া থানা পুলিশ।
শফিকুল ইসলাম(এমএ)
আগৈলঝাড়া বরিশাল।
01718150556
29-11-2022