28.5 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeরাজনীতিবরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত।

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ সভা রবিবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অশান্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ী-বাঙালীর ঐক্যতানের সুবাতাস ছড়ানো পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নকারী ঐতিহাসিক নেতা জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র নিজ এলাকা আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি সাবেক উপাধ্যক্ষ এসএ হেমায়ত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে মুজিব শতবর্ষে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ ডিসেম্বর ২৪তম পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপনের প্রস্ততি গ্রহনের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
সভায় উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির উপস্থিত সদস্যদের পরিচয় করিয়ে দেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সভার পক্ষ থেকে দলের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।

ওই বিশেষ সভায় সর্ব সন্মতিক্রমে যথাযোগ্য মর্যাদায় ১০ ডিসেম্বর মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র শুভ জন্ম দিন পালন, ১৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম ইউসুফ হোসেন মোল্লার মৃত্যু বাষির্কীতে দলীয় সকল নেতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া-মিলাদ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বাঙালীর কাঙ্খিত মহান বিজয় দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিশেষ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার মোল্লা, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, গোলাম মোস্তফা সরদার, মাইকেল মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কাশেম সরদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমণী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহীন আলম (টেনু), দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী আওলাদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ হোসেন, অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র বাড়ৈ।

বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মলিনা রানী রায়, সোহরাব হোসেন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, রাধেশ্যাম গাইন, হালিমুজ্জামান হালিম, কেএম রফিকুল ইসলাম সিন্টু, ইউনুস আলী মিয়া, বজলুল হক হাওলাদার, সৈয়দ আশরাফ আলী, রমেশ অধিকারী, মো. সহিদুল ইসলাম পাইক, হরে কৃষ্ণ হালদার, মো. মুরাদ সিকদার, মো. এসাহাক পাইক, শফিকুল ইসলাম শকুল, অনিমা রানী নাগ, পবিত্র রানী বাড়ৈ, লিলি রানী হাওলাদার।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, জেলা পরিষদ সদস্য পেয়রা ফারুক বক্তিয়ারসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments