15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপূজাবরিশালের আগৈলঝাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের আইন-শৃংখলা সভা।

বরিশালের আগৈলঝাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের আইন-শৃংখলা সভা।

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বরিশালের আগৈলঝাড়ায় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে দূর্গাপুজার আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অনিমেষ মন্ডলসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ ১৫৯টি পূজামন্ডবের সদস্যরা। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয় আগৈলঝাড়া উপজেলায়। দূর্গাপুজা উপলক্ষে পুলিশের পাশাপাশি আনসার সদস্য, র‌্যাবের টহল দলসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে থাকবেন। যাতে উপজেলার কোথায়ও কোন পূজামন্ডবে সমস্যা না হয়। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা পূজা মন্ডবের সার্বিক দায়িত্বে থাকবেন।

Most Popular

Recent Comments