শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-
ইতিহাস সমৃদ্ধ দেশের প্রাচীনতম গৌরবোজ্জল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভাসহ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ০৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয়, এবং সাংগঠনিক পতাকা উত্তোলন,ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি ইলিয়াস তালুকদার, ছাত্রলীগের সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, তমাল বাড়ৈ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সবুজ আকন, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ বাড়ৈ, ছাত্রলীগ নেতা সঞ্জয় পান্ডেসহ প্রমুখ নতৃবৃন্দ। দলের প্রতিষ্টা বার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্চাসেবকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।