17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়বরিশালের আগৈলঝাড়ায় বিজয় দিবসে র‌্যালী ও আলোচনা সভা।

বরিশালের আগৈলঝাড়ায় বিজয় দিবসে র‌্যালী ও আলোচনা সভা।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গনে একত্রিশ বার তোপধ্বনি, পরে সরকারী, বেসরকারী আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জাতীয়, দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদার, কৃষকলীগের সাধারন সম্পাদক রমনীকান্ত সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগ নেতা হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল,সহ সভাপতি আব্দুল্লাহ লিটন, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,আমিনুল ইসলাম বাবুল ভাটি,মোঃ শফিকুল হোসেন টিটু,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, শহিদুল ইসলাম পাইক ও মহিলা নেত্রী বিন্দুসহ প্রমুখ। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments