14.3 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতবরিশালের গৌরনদীতে দুই ডাকাত সদস্য অস্ত্রসহ গ্রেফতার।

বরিশালের গৌরনদীতে দুই ডাকাত সদস্য অস্ত্রসহ গ্রেফতার।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার

বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ এপ্রিল দিবাগত রাতে অস্ত্রসহ আন্তঃজেলা দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে ঘটে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)।
দক্ষিণ পালরদী গ্রামের ডাঃ সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় তৈরি একটি রিভালবার, ধারালো অস্ত্র ও চাইনীজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর গতকাল ১৭ এপ্রিল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments