21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতবরিশালের গৌরনদীতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার।

বরিশালের গৌরনদীতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান উপজেলার শরিকল ইউনিয়নের অধুনা গ্রামের মৃত.কিশোর কুমার দে’র ছেলে মাদক ব্যবসায়ী সুবোধ দে ও সুবোধ দে’র স্ত্রী মাদক ব্যবসায়ী মনিকা দে’কে মাদকদ্রব্য বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নিজ এলাকা থেকে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ১শত গ্রাম গাজাঁসহ গ্রেফতার করেন। রোববার রাতেই এসআই কামাল হোসেন বাদী হয়ে স্বামী ও স্ত্রী’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১৫। তাদের আজ সোমবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

Most Popular

Recent Comments