20.2 C
Bangladesh
Monday, November 18, 2024
spot_imgspot_img
Homeকোটা সংস্কার আন্দোলনবরিশালে ঝাড়ু-খুন্তি হাতে আন্দোলনে বিএম কলেজ শিক্ষার্থীরা

বরিশালে ঝাড়ু-খুন্তি হাতে আন্দোলনে বিএম কলেজ শিক্ষার্থীরা

বিএম কলেজ প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত, গণগ্রেপ্তারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড অবরোধ ও বিক্ষোভে ঝাড়ু- খুন্তি নিয়ে নামেন বিএম কলেজের শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সাড়ে ১২ টার পর থেকে নতুল্লাবাদ গোল চত্বরে জড়ো হয়ে ঢাকা- বরিশাল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন ঝাড়ু-খুন্তি দেখিয়ে বিক্ষোভ শুরু করেন তারা ।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে কেউ ঝাড়ু,কেউ রান্নার খুন্তি হাতে নিয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদের রক্তের প্রতিশোধ নেয়ার জন্য বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভে ঝাড়ু দেখিয়ে প্রতিবাদ করার ব্যাপারে জানতে চাইলে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম জানান, আমাদের পরিবার হাতে কলম তুলে দিয়েছে অস্র তুলে দেয়নি। তাই কলম বাদ দিয়ে হাতের কাছে যা পেয়েছি তা নিয়েই রাজপথে চলে এসেছি। তিনি আরো জানান, বঙ্গবন্ধু মুক্তির জন্য বলেছিলেন তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে ঝাপিয়ে পরো, সুতরাং আমরাও ভাইদের রক্তের প্রতিশোধ নেয়ার জন্য হাতের কাছে যা পেয়েছি তা নিয়ে স্বৈরাচারের মোকাবেলা করতে এসেছি। উল্লেখ্য, আজ বরিশালে নতুল্লাবাদের পাশাপাশি নগরীর টাউনহল,বিবির পুকুর পাড়, বিএম কলেজের মসজিদ গেট, হাতেম আলী চৌমাথা এলাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

Most Popular

Recent Comments