25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeকোটা সংস্কার আন্দোলনবরিশালে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন মিছিল শিক্ষার্থীদের

বরিশালে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন মিছিল শিক্ষার্থীদের

বিএম কলেজ প্রতিনিধি: বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহিদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ মিছিল শেষ হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। পরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কর্মসূচি শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নয়তো হত্যার দায় নিয়ে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের ঘোষিত ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয়।

Most Popular

Recent Comments