17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকমিটিবরিশাল বিশ্ববিদ্যালয়ে ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

ববি প্রতিনিধি, মোঃতারিকুল ইসলাম আরিফ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইসলামিক শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ববি ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে সভাপতি,সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন শায়খে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এসএইচ ভবনের ২য় তলায় বাৎসরিক সম্মেলনটি অনুষ্ঠিত।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মাহমুদ, সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মো. আনোয়ার হোসেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নূরুল করীম আকরাম এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক মাহবুব হোসেন মানিক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত এই নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শপথ বাক্য পাঠ শেষে সভাপতির বক্তব্যে চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, রাসূল পাক (সাঃ) ও সাহাবীদের মতো জীবনযাপন করার জন্যই আপনারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করবেন।

Most Popular

Recent Comments