21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বরিশাল রেঞ্জে আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন গৌরনদীর ওসি আফজাল হোসেন।

বরিশাল রেঞ্জে আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন গৌরনদীর ওসি আফজাল হোসেন।

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ– বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।বরিশাল রেঞ্জ পুলিশের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।শেষে গৌরনদী থানার ওসি আফজাল হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এম আক্তারুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, বরিশাল জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান,বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ভোলা পুলিশ সুপার কাওছার হোসেন, ঝালকাঠী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ।অপর দিকে বুধবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গৌরনদী মডেল থানার এসআই হারুন অর রশিদকে শ্রেষ্ঠ এসআইএবং মোঃ আসাদুল ইসলামকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে।জেলা পুলিশ সুপারের পক্ষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments