14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeদিবসবর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

বর্ণাঢ্য আয়োজনে কুয়াকাটায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস


আবুল হোসেন রাজু
কুয়াকাটা ও মহিপুর থানার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস পর্যটন নগরী কুয়াকাটা পৌর আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী পৃথক পৃথক র‍্যালি ও আলোচনা সভার আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেন।সকাল ৯টায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে বিজয় র‍্যালী বের করা হয়। র‍্যালিটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে পৌর আওয়ামীলীগ অফিসে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা দোয়া মিলাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের নেতৃত্বে একটি
র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা
সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার, প্যানেল মেয়র মোঃ মনির শরীফ,কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, মোঃ শহিদ দেওয়ান, মোঃ ফজলুল হক খান প্রমুখ।আলোচনা সভা শেষে ৭৫
এ ঘাতকের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবার ও স্বাধীনতা যুদ্ধে
সকল শহীদদের রুহে্র মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত
শেষে ৫ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করেন।
এছাড়া মহিপুর থানা আওয়ামীলীগ,মহিপুর থানা
পুলিশ,ট্যুরিস্ট পুলিশ,
থানা যুবলীগ, থানা শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ , কুয়াকাটা বঙ্গবন্ধু
মাধ্যমিক বিদ্যালয়, ৬০ নং লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও থানা
ছাত্রলীগের পক্ষ থেকে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ও র‍্যালি ও আলোচন সভার আয়োজন
করা হয়।ফুলেল শ্রদ্ধার আগে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনায়
এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও কুয়াকাটা পৌর সভা, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ,মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রি পাড়া মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়, মুসুল্লীয়াবাদ সিনিয়র আলিম মাদ্রাসা,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ,ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ ডাবলুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র‍্যালি ও আলোচনা সভা করেন।
####

Most Popular

Recent Comments