আঁধার তাড়াতে এসেছি আমরা,
তোমাদের নেই কোনো ভয়।
অসহায়দের জন্য এগিয়ে যাবোই,
এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই গরিব ও অসহায় মানুষদের দ্বারে দ্বারে।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বর্ণ পরিচয় মানবিক সংগঠন প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে। আজ বিকেলে চর কাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথার দক্ষিনে মুজিব নগরে (সাবেক গুর্দা ওয়ালার দোকান) এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর করিম মোহনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন ৪নং চর কাঁকড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব হানিফ সবুজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর কাঁকড়া ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জনাব দিদার হোসেন সৌরভ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় ৬০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমির হোসেন জাহিদ, ফায়হান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল হক, সাংগঠনিক সম্পাদক নুর আমিন নিজ্জল সহ অন্যান্য নেতৃবৃন্দ।