15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeমানবতাবাঁচতে চায় পীরগঞ্জের দরিদ্র সাবিনা ইয়াসমিন….

বাঁচতে চায় পীরগঞ্জের দরিদ্র সাবিনা ইয়াসমিন….

মোঃ রতন মিয়া – পীরগঞ্জ রংপুর উপজেলা প্রতিনিধিঃ-

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের দরিদ্র আব্দুর রাজ্জাক মিয়ার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন গত কয়েক মাস থেকে কিডনি, পিত্ত থলিতে পাথর,মেরুদণ্ডের সমস্যা জনিত কারণে গুরুতর অসুস্থ।

এমতাবস্থায় তার স্বামী ও অসুস্থ সাবিনা ইয়াসমিন দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করেছেন। অসুস্থ সাবিনা ইয়াসমিন অঝোরে চোখের পানি ফেলে বলেছেন আমি বাঁচতে চাই যদি আমার এ কঠিন অবস্থায় কোন মানবদরদী ব্যাক্তি আমার পাশে দাঁড়ায় আমি সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবে।

কোনো মানবিক মানুষ সহযোগিতা করতে চাইলে যোগাযোগঃ
01317194895 (স্বামী)

Most Popular

Recent Comments