24.3 C
Bangladesh
Friday, April 11, 2025
spot_imgspot_img
Homeকমিটিবাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

রাবি প্রতিনিধি
‘বাঁধন’ (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৫ তারিখে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের গ্যালারী কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ছাত্র আবদুল্লা আল নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের ছাত্র একরামুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন রাবি জোনের শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মনিমুল হক, কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মহোদয়গণ, কেন্দ্রীয় প্রতিনিধিগণ এবং বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মী বৃন্দ।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:কেন্দ্রীয় প্রতিনিধি: এস. এম. কামরুজ্জামান কাফি ও মো. গোলাম রব্বানী,সহ-সভাপতি: খায়রুজ্জামান সুপ্ত ও মো. মাহফুজুর রহমান,সহ-সাধারণ সম্পাদক: তাজিন আক্তার তমা,সাংগঠনিক সম্পাদক: মাহাবুব আলম,সহ-সাংগঠনিক সম্পাদক: জুয়েল আহমেদ,কোষাধ্যক্ষ: মো. আসাদুল্লাহ গালিব,দপ্তর সম্পাদক: রাবেয়া বসরী নীলা,প্রচার ও প্রকাশনা সম্পাদক: রেজাউল ইসলাম,তথ্য ও শিক্ষা সম্পাদক: জবা রাণী রায়

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তমা আক্তার মিম, মো. মিনহাজুর রহমান, মাধবী রায় ও ফরহাদ হোসেন। ১৭টি হল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাটি সভাপতিত্ব করেন ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুব্রত সুমন রায়।

উল্লেখ্য, বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় জোন ২০০৪ সালের ১৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ১৭টি হল ইউনিটের মাধ্যমে ৫৫,৮৩১ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ৪০,৩২৮ ব্যাগ রক্ত সরবরাহ করা সম্ভব হয়েছে।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments