বিশেষ প্রতিনিধি।
স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশের নিজস্ব সংবিধান, সংস্কৃতি ও ভাষা থাকে। সে দেশে বিয়েনা কনভেনশন লঙ্ঘন করে উন্নয়ন অংশীদারির দোহাই দিয়ে কোন কূটনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারেনা। দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক, নির্বাচন কমিশনে গিয়ে অনাকাঙ্খিত প্রস্তাবনা, সংলাপের আহ্বান, একটি রাজনৈতিক দলের পক্ষপাত হয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়া বিশ্বে কোন দেশে এমন নজির নেই যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের মত কূটনৈতিক আচরণ লঙ্ঘনের দৃষ্টতা পৃথিবীর অন্য কোন দেশে নেই। ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য ১০ ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী উপরোক্ত মন্তব্য করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব ড. মোঃ আখতারুজ্জামান, বিশেষ অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এড আবুল হাশেম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ইএমএফ এর পরিচালক ইকবাল বাহার, সংগঠনের আজিবন সদস্য ইকবাল হোসেন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, মুন্সিগঞ্জ জেলা সভাপতি জনাব কিবরিয়া মোল্লা, ঢাকা মহানগর উত্তর আঞ্চলিক শাখার সভাপতি সুমন হোসেন চৌধূরী সহ প্রমুখ।