বশির আহাম্মদ রুবেল, চট্রগ্রাম
আসন্ন বাংলাদেশ-ইন্ডিয়া ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট উপলক্ষে মঙ্গলবার ০৬ই ডিসেম্বর সকাল ০৯.৩০ ঘটিকায় একটি নিরাপত্তা মহড়া রেডিসন ব্লু হোটেল হতে শুরু হয়ে ১০.৩০ ঘটিকার সময় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম সাগরিকায় গিয়ে শেষ হয়।
উক্ত মহড়া শেষে সিএমপি’র পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়,নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সাংবাদিক-বৃন্দদের ব্রিফিং প্রদান করেন।তিনি বলেন,বাংলাদেশের খেলোয়াড়রা আমাদের সম্পদ, আমাদের কৃতি সন্তান জাতির গর্ব। তাছাড়া ইন্ডিয়া থেকে যে সকল খেলোয়াড় এবং কর্মকর্তারা আসবেন তারা সবাই আমাদের মেহমান,তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আর বলেন, খেলোয়ারদের নিরাপত্তায় ৫ স্তরে সুরক্ষা ব্যবস্থা থাকবে। সি এম পির ১৫০০ পুলিশ সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে,তাছাড়া র্যাব,স্কট টিম থাকবে। খেলোয়ারদের হোটেল রেডিসন ব্লু থেকে সাগরিকা জোহর আহমদ ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত পুরো সড়কেই নিরাপত্তা দেয়া হবে।খেলার মাঠে র্যাব বুম স্কয়ার টিম সর্বক্ষণিক নিরাপত্তাই নিয়োজিত থাকবে। দর্শকদের নিয়ম শৃঙ্খলা মেনে মাঠে প্রবেশ করবেন। টিকিটের পেছনে স্টেডিয়ামে ঢোকার পথে কি বহন করতে পারবে তার নির্দেশনা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সকলকেই নির্দেশনা মেনে চলার অনুরোধ থাকবে।
এ সময় সিএমপির ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।