20.6 C
Bangladesh
Saturday, November 23, 2024
spot_imgspot_img
Homeরাজনীতিবাংলাদেশ উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয়- ভিপি নূর।

বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয়- ভিপি নূর।

কুয়াকাটা প্রতিনিধি:

 বাংলাদেশ গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয় যে- রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের খেলার মাঠ গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে। 

গন অধিকার সভাপতি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। পায়রা পোর্টকে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে। 

পটুয়াখালী গনঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গনঅধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

Most Popular

Recent Comments