25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeসভাবাউফলে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাউফলে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মহসীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, সাবেক বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা , দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেন, বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নাজিরপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান এস.এম মহসীনের যৌথ অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডের ৩৫ জন হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

Most Popular

Recent Comments