13.4 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeইলিশবাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় আরও ২ জেলের কারাদণ্ড।

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় আরও ২ জেলের কারাদণ্ড।


জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি।
মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ৬ষ্ট দিনে পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযানকালে তাদের আটক করা হয়।
এ সময় ১টি ইঞ্জিন বিহীন নৌকাসহ ১লক্ষ টাকা মূল্যের ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বাউফল উপজেলার ধুলিয়া গ্রামের আলী আকববর সরদার এর ছেলে হাসান (২৩) ও মোবারক আলীর ছেলে আজাদ হাওলাদার (৩২) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষ ও এতিম খানায় জব্দকৃত ইলিশ মাছ বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

Most Popular

Recent Comments