17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeমানববন্ধনবাউফলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচী পালন

বাউফলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচী পালন

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে বিএনপির এক নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় বিএনপি ও ব্যবসায়ীরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কালিশুরী ইউনিয়ন পরিষদ সড়কে কয়েকশত লোকের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিএনপির ওই নেতার নাম মোঃ দলিল উদ্দিন ধলু মোল্লা। তিনি কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক। মানববন্ধনে দলিল উদ্দিন বলেন, একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারাই আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রনীত ভাবে গত ২২ আগষ্ট দুটি জাতীয় দৈনিকে সংবাদটি ছাপা হয়েছে । যাহা মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুব হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজাদা তালুকদার, কালিশুরী বাজারের ব্যবসায়ী সমিতি দক্ষিন এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে বেলা ১১ টায় একই সংবাদের প্রতিবাদে কালিশুরী বন্দরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

Most Popular

Recent Comments