জাহিদ শিকদার,নিজস্ব প্রতিবেদক।
পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম খান ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব সোহেল আকন,সূর্য্যমনি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোঁটাতেই খাল খনন কর্মসূচি শুরু করেন। কৃষকদের সাথে মাঠে ময়দানের খাল খনন কর্মসূচিতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন।
কৃষকদলের নেতাকর্মীদের কাজ হবে, কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা করা। বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে।