25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeদুর্নীতিবাউফলে বিপুল পরিমাণ জাটকাসহ আটক ৮।

বাউফলে বিপুল পরিমাণ জাটকাসহ আটক ৮।

বাউফল প্রতিনিধি


পটুয়াখায়লীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মৎস্য দপ্তর ও নৌ -পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ আটজনকে আটক করেছে।
শনিবার দিবগত রাতে তাঁদের আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন—ভোলা জেলার বোরহান উদ্দিনের মো. শামীম হোসেন (১৮), মো. বাসেদ (৫৫), মো. ইউনুছ (২২), মো. জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০), তজুমুদ্দিনের মো. মহসিন (১৮) ও পারভেজ (১৮)।
আটককৃত প্রত্যেক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, শনিবার রাতে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ যৌথভাবে তেঁতুলিয়া নদীতে জাটকাবিরোধী অভিযানে নামে। পরে রোববার ভোরে তেঁতুলিয়া নদীর লাল চর পয়েন্ট থেকে ১৫ মণ জাটকাসহ আট জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নৌ-পুলিশ ও উপজেলস মৎস্য দপ্তরের যৌথ জাটকাবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Most Popular

Recent Comments